স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছেন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নুরনবী।
গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তি মেহের আলী লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথঝাড় গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার সকালে তৃতীয় শ্রেণির ছাত্রীটি আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এ সময় বাড়ির পাশে একটি তামাকখেতে বসে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে আটক করে তামাকখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির আত্মচিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তারা মেহের আলীকে ঘটনাস্থলে আটক করে গণপিটুনি দেন। মেহের আলী একজন পেশাদার চোর।