আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একাধিক মাদক মামলার আসামি আসাদাজ্জামান রুপকসহ দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার সান্তাহার হবির মোড় নামক স্থানে বিক্রির সময় ১০০পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ঈদুল হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আসাদাজ্জামান রুপক (৩২)।
পুলিশ জানায়, গত শনিবার রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় নামক স্থানে মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ঈদুল হোসেন ও আসাদাজ্জামান রুপক হোসেনকে আটক করে তাদের পরিহিত প্যান্টের পকেটের ভিতর থেকে ৫০ পিস করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রবিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নতুন একটি মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে আসাদাজ্জামান রুপকের বিরুদ্ধে আক্কেলপুর ও আদমদীঘি থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।