শনিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে প্রায় ৮০০ একর ফসলি জমির  ক্ষতির প্রতিবাদে  মানববন্ধন 

সৈয়দপুরে প্রায় ৮০০ একর ফসলি জমির  ক্ষতির প্রতিবাদে  মানববন্ধন 

৭৮ Views
দুলাল সরকার সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি ; নীলফামারীর সৈয়দপুরে পানিতে বন্দি শত শত পরিবার। দহলা ব্রীজের নীচ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা, ও শত শত হেক্টর ফসল নষ্টের প্রতিবাদে দিল আফরোজা হাসপাতাল সংলগ্ন কলেজ রোড এ মসজিদ সংলগ্ন ব্রীজে মানববন্ধন অংশগ্রহন করেন এলাকাবাসী। । শনিবার  সকাল ১০ টায় (১৩ ই জুলাই) ওই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন সৈয়দপুরের নতুন বাবুপাড়া, কুন্দল এলাকার বাসিন্দারা।
সূত্র জানায়, পানিবন্দি শত শত পরিবারের মানুষজন কলেজরোড সংলগ্ন ব্রিজের উপরে মানববন্ধন করে। এবং বক্তারা বলেন, দাবী আদায় না হলে আগামীকাল দিনাজপুর সড়ক ষ্টেডিয়াম সংলগ্ন দহলা ব্রীজে মানব বন্ধন ও অবরোধ পালন করা হবে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন  সৈয়দপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মজিদ, আজম, সাধারন কৃষক জোবেদ আলী, সিরাজুল ইসলাম, আনোয়ার আলী, ইয়াসিন আলী, মো. আবু তালেবসহ প্রমুখ।
বক্তারা বলেন, ‘শহরের কুন্দল এলাকায় স্বাভাবিক পানি বাঁধা প্রদান করছে একটি মহল। ফলে একটু বৃষ্টি হলে পানি বাড়িতে প্রবেশ করছে এবং ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। গত ২ দিন অতিবৃষ্টিতে হাটু পানিতে ডুবে গেছে আমাদের এলাকা। এতে শিক্ষার্থী, মসজিদগামী মুসল্লীসহ জনসাধারণের অনেক ভোগান্তি হচ্ছে। পানি আটকে থাকায় হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে। অন্যান্য এলাকার পানি নামলেও আমাদের এলাকায় এখনো পানি রয়েই গেছে। কোনমতে বের হচ্ছে না। পৌর কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা না নেয়ারএলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের নেক দৃষ্টি কামনা করছেন।
Share This