আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকা উপজেলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের শুরু হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক শিশুকে ক্যাপসুল খাওয়ায় এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম। এসময় তিনি জানান, উপজেলায় ১-১১ মাস বয়সী ৫ হাজার ৭ শত শিশু কে নীল এবং ১২- ৫৯ মাস বয়সী ৫০ হাজার ৬ শত ৪২ জন শিশু কে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়। এজন্য ২৮৯ কেন্দ্রে ৫৭৮ জন স্বেচ্ছাসেবক ও ৩৬ জন সুপারভাইজার কাজ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জিল্লুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক তালেবুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার হেফাজুল ইসলাম, এম টি ই পি আই রাশেদুল ইসলাম ও নার্সিং সুপারভাইজার তোছাদ্দেকুল ইসলাম প্রমুখ।উপজেলা স্বাস্থ্য বিভাগ এই ক্যাম্পেইন পরিচালনা করে।