দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ; সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহিলা কলেজ সংলগ্ন গত ২২ ফেব্রæয়ারী ২০২৫ ইং তারিখে ভিন্নজগতে বেড়াতে যায় এবং বাড়ি ফেরার পথে কামরুদ্দিন ওরফে সনু সহিত তাহাদের সাক্ষাৎ হয়। সে কারণেতাহারা একই সিএনজি যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সিএনজির দ্রæত গতির কারণে মাসুদ পারভেজের কন্যা অসুস্থ হইয়া পড়িলে কামারপুকুর হাজীর বটতলা নামক স্থানে সিএনজি চালক গাড়ী থামাইলে কামরুদ্দিন ওরফে সনু কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়েন এবং ভয় পাইয়া সেখান হইতে পালাইয়া যান বলে জানা যায়। পরবর্তীতে মাসুদ পারভেজ খবর পাইয়া ধারনা করেন যে, কামরুদ্দিন ওরফে সনু তার কন্যাকে কোন বস্তু খাওয়াইয়া অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টা করিয়াছেন। পরবর্তীতে মাসুদ পারভেজের কন্যা সুস্থ হইয়া অবগত করেন যে, কামরুদ্দিন ওরফে সনু কোন হয়রানী বা কোন ক্ষতি সাধন বা অসৎ উদ্দেশ্যে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে নি। উক্ত বিষয়ে উভয়পক্ষের নিকট আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মধ্যস্থতা করিয়া উভয়পক্ষের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে ভ‚ল বুঝাবুঝি আপোষ মিমাংসা করিয়া দেয়।