মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ;: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির মাদিলাহাট কলেজ মাঠে উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মাস্টার ও বেতদিঘী ইউপির বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ শাহ্ এর নেতৃত্বে গত বৃহস্পতিবার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোস্তাক আহম্মেদ খোকন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ সাহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ও ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক।
তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। এখন ফ্যাসিস্ট সরকারের কিছু দূর্নীতিবাজেরা বিএনপির ভবিষ্যৎ নষ্ট করার জন্য কাজ করছে। এজন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এতে ফ্যাসিস্ট সরকার লাভবান হবে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে এগিয়ে নিতে হলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ মানতে হবে। এখন অনেক হাইব্রীড নেতাকে মাঠে দেখা যাচ্ছে। আন্দোলন যখন শুরু হয়েছিল ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়েছিল। সে দিন হাইব্রীড নেতাদেরকে আর দেখা যায়নি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।
ইফতার মাহফিলে ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম নুরুল্লা, মাদিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল, পৌর যুব দলের আহŸায়ক শফিকুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তুজা হক অস্টিন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মমতাজ, বেতদিঘী ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ শাহ্, বেতদিঘী ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, বেতদিঘী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য মোঃ শাহিন আলী, বেতদিঘী ইউপির স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোঃ মকছেদুল রহমান কাজল, পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান মাস্টার, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক মোঃ আসাদুজ্জামান। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ আরিফুল মাস্টর। পরিশেষে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও মোনাজাত করেন মাওলানা রাশেদুজ্জামান। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বেতদিঘী ইউপির প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বেতদিঘী ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন।