আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\বিরলে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় ভিকটিম শিশুর পিতা বাদী হয়ে বিরল থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহারে বাদী জানান, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের ধনগ্রাম নামক স্থানে ভুট্টা ক্ষেতের মধ্যে ঘাস তুলতে গেলে একই এলাকার শ্রী বদরু চন্দ্র রায় ও শ্রীমতি গীতা রানী রায় এর ছেলে শ্রী সনাতন চন্দ্র রায় (১৭) ফুসলিয়ে কৌশলে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সনাতনকে আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। বিকেলে ভিকটিমের পিতা বাদী হয়ে বিরল থানায় ২০০০ সালেরনারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় একটি মামলা দায়ের করে।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এজাহার পেয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা যার নং ১২ রুজু করেছেন বলে জানান। ভিকটিমের জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।