প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
ইউক্যালিপটাস বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুর নবাবগঞ্জে বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ ও বাগিচা পাড়ার মাঝামাঝি মাঠের পার্শ্বে ইউক্যালিপটাস বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার সকালে বাগানের পড়ে থাকা রক্তাত্ব অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪৫ বছর। তার পরনে গোল গলার একটি কালো গেঞ্জি ও কালো প্যান্ট ছিল।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য যথাসময়ে মর্গে পাঠানো হবে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.