নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার পুঠিয়ার বেলপুকুর, কাটাখালী ও মতিহার থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত তিনদুজন হলেন,বেলপুকুর চেকপোস্ট এলাকার ধাদাশ পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আলিফ, মহানগরীর বুধপাড়া মহল্লার সাকলাইনের ছেলে সাদিক ও বেলঘরিয়া এলাকার রবিউল ইসলামের ছেলে সালেহ। তবে আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানায়, সোমবার সন্ধ্যার আগে আলিফ মোটরসাইকেল নিয়ে ইফতার কিনতে যাচ্ছিলেন। মান্নানের সার গোডাউনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কাটাখালী থানার ওসি আবদুল মতিন জানান, দুপুরে কাটাখালী-হরিয়ান সড়কে মাসকাটাদীঘি কলেজপাড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেল চালক সাদিক। এতে তার চোয়াল ভেঙে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে অবশ্য পরিবারের কোনো অভিযোগ নেই। এদিকে মতিহার থানার ওসি আবদুল মালেক জানান, সন্ধ্যার পর রাজশাহী-ঢাকা মহাসড়কের বিহাস এলাকায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়ি চলে গেছেন। তবে এ ঘটনায় পৃথক পৃথক থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।