স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলাসহ সারা দেশে আগামী ২০ মে ২০২২ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ- ২০২২ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
২০-০৫-২০২২ তারিখ থেকে পরবর্তী ৩ সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে ৷
যাদের জম্মতারিখ ০১-০১-২০০৭ এর পূর্বে এবং যারা আগে ভোটার হননি, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ তারা নতুন ভোটার হিসাবে ফরম পূরন করতে পারবেন।
নতুন ভোটার নিবন্ধনের জন্য যেসকল কাগজপত্র দরকার হবেঃ
* অনলাইন জন্ম সনদের ফটোকপি।
* শিক্ষাসনদের (PSC/JSC/SSC) ফটোকপি।
* পিতা- মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি
* বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ফটোকপি।
ভোটার নিবন্ধন ফরম পূরন করার জন্য যেসব প্রস্তুতি গ্রহন করা জরুরিঃ
* যাদের জন্মসনদ অনলাইনে নেই, তারা দ্রুত জন্মসনদ অনলাইন করে নিন।
* যাদের জন্মসনদ অনলাইনে আছে কিন্তু শিক্ষা সনদের সাথে মিল নেই, তারা দ্রুত জন্মসনদ সংশোধন করে নিন৷
* যাদের জন্মসনদ এবং শিক্ষাসনদ তাদের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল নেই, তারা পিতা-মাতার নাম অনুযায়ী দ্রুত জন্মসনদ এবং শিক্ষাসনদ সংশোধন করে নিন।
* নিজের রক্তের গ্রুপ না জানলে রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুপ জানুন।
ভোটার নিবন্ধনের সময় আপনি যে তথ্য দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র (NID) তে সেই তথ্যই থাকবে। তাই সঠিক এবং সত্য তথ্য দিয়ে আপনার ভোটার নিবন্ধন ফরম পূরন করুন।
মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ। আপনি যদি ইতোপূর্বে ভোটার নিবন্ধন করে থাকেন এবং যদি তার কোনো তথ্য বা কাগজপত্র আপনার কাছে না থাকে, তবে যেকোনো জেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে আঙ্গুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে আপনার তথ্য সংগ্রহ করতে পারেন।
আগামী ২০ মে ২০২২ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ- ২০২২ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এ তথ্যটি নিশ্চিত করেছে রাঙামাটি জেলা নির্বাচন অফিস।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.