আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\ বিরলে জামাল এন্টারপ্রাইজে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গোডাউনে থাকা সকল সার কৃষি অফিসারের মাধ্যমে বিক্রির নির্দেশ দেয়।
রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ও বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ বিরল বাজার রেলগেট সংলগ্ন জামাল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জামাল আহাম্মেদকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা এবং ডিএপি ২১১ বস্তা, এমওপি ৫৮৭ বস্তা, টিএসপি ৮০ বস্তা ও ইউরিয়া ৪৫২ বস্তা সার কৃষি অফিসারের মাধ্যমে বিক্রির নির্দেশ প্রদান করেন।