তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় সাপাহার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত নারী দিবসের সভায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত। এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আকতার হোসেন, সাপাহার উপজেলার রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা শেফালী খাতুন, এনজিও প্রতিনিধি ফারহানা উর্মী, ব্র্যাকের প্রতিনিধি সুমন্ত খালগো প্রমুখ।