প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
পটুয়াখালীতে ব্যবসায়ীর জানাজায় মানুষের ঢল

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা উপজেলার নলখোলা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিজিবি'র অবসর প্রাপ্ত সদস্য এবং গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. নাসরিন জাহান এর স্বামী বাহাদুর মৃধার জানাজায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল। বৃহস্পতিবার বেলা ১১টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নিহতের জানাজা সম্পন্ন হয়। পরে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ এলাকায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়। নিহত বাহাদুর আলম উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মো. আলাউদ্দিন মৃধার ছোট ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৫বছর। মৃত্যুকালে তিনি মা-বাবা, দুই ভাই, এক বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
জানা যায়, বুধবার ব্যবসায়ী কাজ শেষে বাউফল উপজেলা থেকে নিজ বহনকৃত মোটরসাইকেল দশমিনা আসার পথে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলা বাজার নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাহাদুর মৃধা গুরুতর অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অ্যাম্বুলেন্স যোগে বরিশাল নেয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরে ওই অ্যাম্বুলেন্সেই তাকে দশমিনা উপজেলার সবুজবাগ এলাকা নিয়ে আসেন। বৃহস্পতিবার বেলা ১১টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে সবুবজবাগ এলাকায় তার দাফন সম্পন্ন হয়।
তার জানাজায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে। নিহতের পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেন।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.