প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৬:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
বাঘায় গাঁজার গাছ সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫০) কে জব্দকৃত আলামত ৩টা গাঁজার গাছ, যার ওজন ১কেজি ২৫০ গ্রাম গাছ সহ তাকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর বাঘার শফিকুল ইসলাম, পিতা গোলাপ মন্ডল, সাং-হাবাসপুর, থানা-বাঘা এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীর আঙ্গিনায় টিন দিয়ে ঘিরে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করতেছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং বসতবাড়ীর পূর্ব-উত্তর কোণে টিন দিয়ে ঘেরা অবস্থায় ৩টি গাঁজার গাছ উদ্ধার করে।
আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে
দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে নিজ বসতবাড়ীতে গাঁজার গাছ চাষ করে আসছে এবং গাঁজার পাতা রোদে শুকিয়ে সে খুচরা এবং পাইকারি ভাবে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান জানান, আসামীর বিরুদ্ধে বাঘা থানায় একটি মাদকদ্রব্য মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.