দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ;; নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন উক্ত ইউনিয়নের সংরক্ষিত নারী আসন ১, ২, ৩ এর প্যানেল চেয়ারম্যান মোঃ ফাতেমা বেগম। সূত্র জানায়, ৫ আগষ্টের পর দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তন হলেও ওই ইউনিয়নের দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বোতলাগাড়ী ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান সরকার জুন। কিন্তু সম্প্রতি তিনি একটি মামলায় জেল হাজতে যাওয়ায় ইউনিয়নটির স্থানীয় বিচার ব্যবস্থা সহ অন্যান্য দাপ্তরিক কাজের ব্যাঘাত সৃষ্টি হয়। তাই এরই প্রেক্ষিতে সংশিষ্ট উর্ধ্বতন ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফাতেমা বেগমকে গত ৩ ফেব্রæয়ারী এই দায়িত্ব হস্তান্তর করেন।