প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
সেনবাগে ভ্রাম্যমান আদালতের অভিযান ৯ ব্যবসায়ীর ৯৮ হাজার টাকা জরিমান

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি ; সেনবাগে মেয়াদ উত্তিন্ন খাবার মজুদ ও পঁচাবাসি খাবার বিক্রির অপরাধে পৃথক অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ৫ হোটেল রেস্তোরাঁ ও ৪ মুদি মোনহারী ব্যবসায়ীর ৯৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহিদুল ইসলাম এ সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
সোমবার বেলা ১১ টারদিকে সেনবাগ পৌর শহর ও সেবারহাট বাজারে ওই অভিযান পরিচালিত হয়। এসময় সেনবাগ পৌরশহরের ভোজন বিলাস হোটেল এন্ড রেস্টুরেন্টের বাসি খাবার রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের তাজ নেহার হোটেল এন্ড রেস্টুরেন্টের অপরিচ্চন্ন পরিবেশে খাবার তৈয়ার করার অপরাধের ৫ হাজার টাকা, মিক্সফুড মিনি চাইনিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের ১০ হাজার টাকা, রসমেলা হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১৫ হাজার টাকা, শহরের শহীদ স্টোরকে ২ হাজার টাকা, জহিরুল ইসলাম স্টোরকে২ হাজার টাকা, ইয়াছিন স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার সেবারহাট বাজারের মুসলিম হোটেলকে ২৫ হাজার টাকা ও ভূঁইয়া হোটেল এন্ড সুইসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় শহরের মাছ বাজার, কাঁচা সবজী বাজার ও মাংস দোকান পরিদর্শন করেন। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান,ভোক্তা অধিকার নিশ্চিত করনে অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.