প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসমাপ্ত ওয়াসব্লকের কাজ রেখে ঠিকাদার লাপাত্তা

খন্দকার সুদীপ্ত রহমান :; দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খয়েরপুকুর ক্লাস্টারের মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাধীন ওয়াসব্লক এর অসমাপ্ত কাজ রেখে ঠিকাদার লাপাত্তা হয়েছেন এতে করে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়টির দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগন। প্রায় ছয় মাস হতে নির্মান কাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা রয়েছেন। ওয়াস ব্লক নির্মান কাজ শুরুর পূর্বেই বিদ্যালয়ের জন্য নির্ধারিত দুটি ল্যাট্রিনের একটি ভেঙ্গে ফেলে ঐ স্হানে ওয়াসব্লকের কাজ শুরু হয়। পরবর্তীতে দুটি ছাদঢালাই পর্যন্ত কাজের অগ্রগতি হওয়ার পর থেকে ঠিকাদার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। দেড় শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক, শিক্ষিকা নিয়ে মাত্র একটি ল্যাট্রিন ব্যবহার করা নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান জানান, ঠাকুরগাঁও এর মেসার্স নন্দন প্রেস নামক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়েছেন, আংশিক কাজ করে তিনি লাপাত্তা হওয়ায় আমরা বেশ অসস্তিকর পরিস্থিতিতে আছি। ঠিকাদারের দায়িত্ব প্রাপ্ত মনোনীত প্রতিনিধি একরামুল হকের যোগাযোগ রক্ষা করা হলে তিনি সদুত্তর দিতে পারেন না। পার্বতীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা জনাব নাজিম উদ্দীন জানান বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব এর সঙ্গে আমার কথা হয়েছে আমি দ্রুত কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ প্রদান করেছি খুব অল্প সময়ের মধ্যে অসমাপ্ত কাজ শুরু করা হবে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম কবির জানান অসমাপ্ত ওয়াসব্লক সমুহের তালিকা প্রনয়ন করে সংশ্লিষ্ট দপ্তরে তাগিদ পাঠানো হয়েছে।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.