প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১:০৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর রমজান মাস উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষের জীবন মানে উন্নয়নে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করে ইসলামিক রিলিফ বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ইইপি প্রকল্পের তাদের সেল্ফ হেল্প দলের যাত্রাপুর ইউনিয়নের ২৩০ জন সদস্যর মাঝে রমজান প্যাকেজ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর,ইসলামিক রিলিফ বাংলাদেশের ইইপি প্রকল্পের প্রকল্প ম্যানেজার ডা: কামরুল ইসলাম,প্রকল্প অফিসার মমিনুর রহমান,মনিটরিং অফিসার ফারুক আহমেদ,সহকারি প্রকল্প অফিসার ফারুক হোসেন ও কমিউনিটি অর্গানাইজার সুলতানা রাজিয়া ও তুলি বেগম।
ইলিমিনেশন অব এক্সট্রিম পোভারটি ইন বাংলাদেশ প্রকল্পটি (Elimination of Extreme poverty in Bangladesh EEP)২০২৪ সালের জানুয়ারি মাস হতে কাজ করে আসছে, প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।
এই সময় সুবিধাভোগীদের মাঝে চল্লিশ কেজি চাল,পাঁচ লিটার সয়াবিন তেল,পাঁচ কেজি ছোলা,চার কেজি মসুর ডাল, তিন কেজি চিনি, তিন কেজি চিড়া,ও লবন এক কেজি প্রদান করেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর এমন উদ্যোগে খুশি প্রতিষ্ঠানটির সুবিধাভোগী মানুষজন।
Copyright © 2025 সংবাদ প্রতিক্ষণ. All rights reserved.