বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়।ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রসুল মন্ডল-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ মিঞা, সাবেক সহ-সভাপতি মীর আমীর আলী, মোঃ হযরত আলী, মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ আব্দুর রহিম, স্থানীয় সুধীবৃন্দের মধ্যে একাব্বর আলী, মীর শহীদুর রহমান, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) রমণী কান্ত বর্মণ, সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ মন্ডল, প্রাক্তণ ছাত্র শাহজালাল হোসেন, বিদায়ী ছাত্রী কেয়া রাণী, দশম শ্রেণির ছাত্র ফেরদৌস প্রমুখ। মানপত্র পাঠ করেন ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমী খাতুন। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) রমণী কান্ত বর্মণ-এঁর অবসর জনিত কারণে স্বল্প পরিসরে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়।