সবুজ হোসেন,নওগাঁ:
বৃহস্পতিবার বেলা ১:০০ ঘটিকার দিকে নওগাঁর আমলী আদালত ৫ এ হাজতী আসামি গোলাম আজম (৩৫) কে উপস্থাপন করার সময় আদালতের গেট থেকে আসামি কৌশলে হ্যান্ডক্যাপ খুলে পালিয়ে যায়। আসামিকে ধরার জন্য পুলিশ সদস্য ও সাধারণ জনগণ ধাওয়া করেন।
আসামি নওগাঁর আদালত এরিয়ার দেওয়াল টপকে আদালত হতে পালিয়ে যেতে সক্ষম হলেও আদালতে উপস্থিত জেলা গোয়েন্দা পুলিশের এএসআই রুহুল আমিনের টিম আসামির পেছন পেছন দৌড়াতে থাকে। আদালত এরিয়া থেকে প্রায় দেড় কিলোমিটার অতিক্রম করে হাট শিবপুর এলাকায় গিয়ে আসামি গোলাম আজম (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা পুলিশের টিম।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর কে এম নুরুল ইসলাম বলেন, হাজতী আসামি গোলাম আজমকে আদালতে উপস্থাপন করার সময় কৌশলে হ্যান্ডকাফ খুলে আদালত এরিয়া থেকে পালিয়ে যায়। আদালত এরিয়ায় থাকি জেলা গোয়েন্দা পুলিশের টিম কে বিষয়টি জানালে তারা আসামির পালিয়ে যাওয়ার রাস্তা অনুসরণ করে প্রায় আদালত থেকে দেড় কিলোমিটার দূরে হাট শিবপুর এলাকায় গিয়ে আসামি গোলাম আজমকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি গোলাম আজম মহাদেবপুর থানার মাদক মামলার আসামি। আজকে আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।