মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ; ফুলবাড়ী উপজেলায় ব্র্যাক অফিসের সভাকক্ষে কৃষি বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বিমার টাকা প্রদান অনুষ্ঠান।
মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় দিনাজপুরের ফুলবাড়ী ব্র্যাক অফিস এর সভাকক্ষে কৃষিতে বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বিমার টাকা প্রদান অনুষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় মোহাম্মদ আশরাফ হোসাইন অঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) এর সভাপতিত্বে শস্য নিরাপত্তা বিমার দাবি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ত¡ করেন ও বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুস সবুর হোসেন আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি)। মোঃ মনিরুল ইসলাম সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ মামুনুর রশিদ সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ ইমরানুল আমিন এলাকা ব্যবস্থাপক (দাবি), আব্দুল্লাহ আল মামুন শাখা ব্যবস্থাপক (দাবি), স্বপন কুমার শাখা ব্যবস্থাপক (বিসিইউপি)। শস্য নিরাপত্তা দাবি প্রদান অনুষ্ঠান শেষে ১২৭৭জন কৃষকের মাঝে ৮লক্ষ ২০ হাজার ২ শত ৫ টাকা বিমার দাবি প্রদান করেন। দিনাজপুর জেলায় ইরি বোরো ২০২৪ সালের ২৬৭৬ জন কৃষককে ১১ লক্ষ ৫৩ হাজার ২শত ৮৭ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মামুনুর রশিদ। আয়োজনে ছিলেন, শস্য নিরাপত্তা বিমা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী ফুলবাড়ী।