আজহারুল ইসলাম সাথী ঘোাড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস ও কুরআন অবমাননার অভিযোগ তুলে একটি বিশেষ গোষ্ঠীর কার্যক্রম বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সামাজিক সংগঠন সীরাতে মুস্তাকিম পরিষদে । সোমবার (২৪ ফেব্রæয়ারী) সামাজিক সংগঠন সীরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলীর স্বাক্ষরিত স্মারকলিপিটি সংগঠনের সদস্য ও তৌহিদী জনতার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের সন্নিকটে রহিম বাবা নামে একটি আস্তানাকে কেন্দ্র করে ইসলামবিরোধী কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এসব কর্মকান্ডের মধ্যে রয়েছে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করা, কুরআন অবমাননা, ইসলামের মৌলিক আকিদা ও বিশ্বাসের অপব্যাখ্যা, কিবলার দিকে বাথরুম নির্মাণ, এবং কুরআন নদীতে ফেলে দেওয়ার মতো বিতর্কিত কর্মকান্ড। এসব কার্যকলাপ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া, আসন্ন রমজানের শুরুতেই ১৮ ফাল্গুন ওরসের আয়োজন ঘিরে এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে, যা সংঘর্ষের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে এসব কার্যক্রম বন্ধে দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সীরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী জানান, তাদের দাবির পরিপ্রেক্ষিতে ইউএনও ও থানার ওসির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, পরবর্তীতে ডিসি ও এসপির কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের ধৈর্য ধরতে বলা হয়েছে। আলোচনার মাধ্যমে দ্রæত একটি সমাধান বের করা হবে।