সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: উত্তরাঞ্চলের বৃহতম শ্রমিক সংগঠন দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারী) পার্বতীপুর প্রধান কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও পার্বতীপুর পৌর সভার সাবেক প্যানেল মেয়র মোঃ মঞ্জুরুল আজিজ পলাশ। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এজেডএম মেনহাজুল হক, দিনাজপুর জেলা পেট্রল পাম্প ও জ¦ালানি তেল পরিবেশক মালিক গ্রæপের সাধারন সম্পাদক আলহাজ¦ মো: রজব আলী সরকার, নির্বাচন পরিচালনা কমিটির চার সদস্য সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, মিজানুর রহমান শামসুল ও তানভীর আহমেদ রানা। শপথ নেন নব-নির্বাচিত সভাপতি আতাউর রহমান আতু, সহ-সভাপতি আবু এহিয়া, সাধারন সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ রানা, অর্থ সম্পাদক আবদুল্লাহ সরকার, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সড়ক সম্পাদক রামু রায় চুলাই, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক মাজেদুল হক, কার্যকরী সদস্য মশিউর রহমান ও রাজন। গত ২২ ফেব্রæয়ারি সংগঠনের প্রধান কার্যালয় পার্বতীপুর টার্মিনাল চত্ত¡রে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৭শ’ ৬৯ ভোটারের মধ্যে ১ হাজার ৭শ’ ৪ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর পর গত ১২ জানুয়ারী রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সভা হয়। সভায় শ্রমিক সংগঠনের নিবার্চনের তারিখ ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) এলাকার সাংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।