ইয়ানূর রহমান : যশোর ডিবি পুলিশ ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আটক করেছে। গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার সময় যশোর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার জন্য গেলে স্থানীয়রা তাকে চিনতে পেরে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে যশোর জেলা ডিবি পুলিশের ছে হস্তান্তর করে। এ সময় তার সঙ্গে থাকা ছোট ভাই সুমনকেও আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষমতায় থাকাকালীন আবুল কালাম আজাদ বারোবাজার এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১২টি মামলা রয়েছে।#