ইয়ানূর রহমান : যশোরের ছিনতাইকারীদের হামলায় দুইজন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে বাঘারপাড়ার খাজুরা বাজার বাসস্ট্যান্ডের পাশে । শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, যশোর লেবুতলার গহেরপুর গ্রামের ইসহাক আলীর ছেলে
তুহিন (২৩),বা ঘারপাড়ার ভদ্রডাঙ্গার জোহর আলীর ছেলে সাকিব।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গেছে, তারা বাঘারপাড়ার গহেরপুর থেকে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে খাজুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ৬-৭ জন অজ্ঞাত দুষ্কৃতিকারী তাদের গতিরোধ করে টাকা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায় এবং চাকু দিয়ে আঘাত করে। এসময় ছিনতাইকারীরা তুহিনের কাছ থেকে ২৫শ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের চিৎকার শুনে তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তুহিন যশোর সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি শনাক্ত বা গ্রেপ্তার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।#