ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : অপারেশন জেনারেশন,ঢাকা কর্তৃক পঞ্চগড়ের আটোয়ারীতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করা হয়েছে।
অপারেশন জেনারেশন,ঢাকার সহযোগিতায় এবং দিনাজপুর এবিসিএস এর আয়োজনে বৃহস্পতিবার ২২ মে সকালে উপজেলার বালিয়া লক্ষীথান উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুদের ভালোবাসার উপহার বক্স বিতরণ করা হয়। দিনাজপুর এবিসিএস এর ভারপ্রাপ্ত পালক প্রধান রেভাঃ ডোনাল্ড বালা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উপস্থিত থেকে উপকারভোগী শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমূলক বক্তব্য রাখেন এবং অপারেশন জেনারেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুদের ভালোবাসার উপহার সামগ্রীর বক্স বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অপারেশন জেনারেশন বাংলাদেশ এর কেন্দ্রিয় প্রতিনিধি মিঃ সাইমন হীরা, দিনাজপুর এবিসিএস এর সভাপতি ও লক্ষীথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঃ হরেন কুমার সিংহ। অতিথিগণ বালিয়া লক্ষীথান উচ্চ বিদ্যালয় ও বালিয়া ব্যাপ্টিষ্ট চার্চ এলাকায় প্রায় তিনশত শিশুর মাঝে ভালোবাসার গিফ্ট বক্স বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতি বলেন,এ উপজেলার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত ও দবিদ্র শিশুদের মাঝে এক হাজার ভালোবাসার গিফ্ট বক্স বিতরণ করা হবে। গিফ্ট বক্সে চমৎকার ও নজরকাড়া উপহার সামগ্রী পেয়ে দারুন খুশি শিশুরা। এ উপহার তাদেরকে দারুনভাবে আনন্দিত করেছে।
শিশু ও অভিভাবকরা অপারেশন জেনারেশন সহ এবিসিএস-কে ধন্যবাদ জানিয়েছেন তাদের উপহার দেওয়ার জন্য। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আরিফুজ্জামান বলেন. শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনে আমাদের প্রত্যেক পরিবারে শিশুদের সুশিক্ষা ও সুস্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিৎ।
তিনি বলেন, শিশুরা হাতে উপহার পেয়ে তাদের মুখে হাসে ফুটে উঠেছে। এমন আয়োজন শিশুদের মধ্যে আত্মবিশ^াস ও আনন্দ ছড়িয়ে দেয়, যা তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে।
এসময় অন্যান্যদের মধ্যে এলাকার সুধিজন,শিশু শিক্ষার্থী, অভিভাবকসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.