আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দীর্ঘ ৭ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।( ২২ মে) বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রেল চলাচল শুরু হয়।
বুধবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে পার্বতীপুরগামী একটি তেলবাহী ট্রেন জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেট অতিক্রম করার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলসহ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই ঘটনায় নীলসাগর এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেসসহ অন্তত পাঁচটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঈশ্বরদী ও পার্বতীপুর লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন এবং রেলওয়ের প্রকৌশল বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। টানা সাত ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটির আহ্বায়ক করা হয় পাকশী বিভাগের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদারকে। অন্য দুই সদস্য হলেন পরিবহণ কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন এবং বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.