প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ণ
দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি নির্মাণ কাজ প্রায় শেষের পথে।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর নির্মাণ কাজ শেষের পথে।
উক্ত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ টি কে এস এ টি টি এস এল ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ করছেন বলে জানিয়েছেন প্রকল্প ম্যানেজার আমিনুর ইসলাম।
২০১৯ সালে সারা বাংলাদেশের ন্যায় দুপচাঁচিয়া উপজেলার পশ্চিমে তিশিগাড়ি নামক স্থানে দুপচাঁচিয়া সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে স্থাপিত হয়েছে। প্রায় চার একোর জায়গায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপিত হয়।
অত্র প্রকল্পের ব্যায় ধরা হয়েছিল ১৪ কোটি ৫৭ লক্ষ টাকা। ২০১৯ সালে টেন্ডার হলেও দীর্ঘদিন ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করতে ধীরগতিতে কাজটি পরিচালি করে আসছিল। ঠিকাদার শাহিন আহমেদ ও আব্দুর রাজ্জাক যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন প্রকল্প ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম।
চারতলা বিশিষ্ট এই ভবনটির নির্মাণ কাজ একেবারে শেষের দিকে রয়েছে। বর্তমানে ঠিকাদার প্রতিষ্ঠান নিচতলার কাজ করছেন।
দোতলায় ইতিমধ্যেই সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর কার্যক্রম শুরু হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু শিক্ষক ৪০ ও ৪১ তম বিসিএস থেকে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
প্রকল্প ম্যানেজার জানান অত্র প্রতিষ্ঠানের কাযাদেশ গ্রহণের পরেই নির্মাণ সামগ্রীর দাম দিগুন হওয়াই প্রকল্পটি বাস্তবায়ন করতে একটু দেরি হয়েছে।
অত্র প্রকল্পে প্রায় দুই কোটি টাকা ঠিকাদার প্রতিষ্ঠানের লস হতে পারে। তারপরেও নির্মাণ কাজ ঠিকাদার চালিয়ে নিয়ে যাচ্ছে। প্রকল্পের ইঞ্জিনিয়ার লিটন সাহেবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমানে নিচ তলার টাইলস ফিটিং এবং গ্রিল লাগানোর কাজ চলমান রয়েছে শনিবারে প্রকল্পটির স্বরেজমিনে পরিদর্শন করে কাজ শেষ করার আশ্বাস প্রদান করেছেন।
আমরা অত্র প্রকল্পের দুপচাঁচিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটির নির্মাণ কাজ জুন জুলাইয়ের মধ্যে শেষ করে তা হস্তান্তর করতে চেষ্টা করছি।
এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নির্মাণ কাজের তদারকি করছেন। এবং দ্রুত কাজটি হস্তান্তর করার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে দুইটি ট্রেডে ছাত্র-ছাত্রীর ক্লাস চলমান রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.