আমজাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নাগরিক সম্পৃক্ততা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ মে (বুধবার) দুপুর ১২টায় উপজেলার এনজিও সংস্থা ‘বন্ধন’-এর মাতাইশ মঞ্জিল কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বেসিক অরগানাইজেশন নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড হিউমেনিটারিয়ান এইড ফর নেশন (বন্ধন)-এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মোতরাজ গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবাইদুর রহমান।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পাঁচবিবি থানার সেকেন্ড অফিসার এসআই শহিদুল ইসলাম, এমএসএফ-এর প্রতিনিধি মুনির হোসেন, জেলা মানবাধিকার মনিটরিং অফিসার ড. সাজ্জাদুল বারী, প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলী এবং বালিঘাটা ইউনিয়নের বিচারিক ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিওকর্মীসহ বিভিন্ন পেশার মোট ৩০ জন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ‘বন্ধন’ দীর্ঘদিন ধরে উপজেলায় মানবাধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.