সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় নয়টি মামলার পরোয়ানাভুক্ত আসামি আশরাফুল ইসলাম(৩০)নামে এক যুবকের দুই হাতের কবজি বিচ্ছন্নর ঘটনায় ১৮জনকে নামীয় আসামি করে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার(২০ফেব্রæয়ারি)রাতে ভূক্তভোগি ওই যুবকের মা হাসি খাতুন মামলাটি দায়ের করেছেন।যার নং-২৫।অপরদিকে ওই যুবকের ডান হাতের একটি কবজি উদ্ধার হলেও আরেকটি হাতের কবজি এখনও উদ্ধার হয়নি। এ ঘটনায় মামলা হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের গ্রেপ্তার করতে সারাসি অভিযান চলছে বলে জানিয়েছেন সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান।
উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার(২০ফেব্রæয়ারী) দুপুর একটার দিকে সাঁথিয়া পৌরসভার কলেজপাড়া মহল্লার নুর ইসলামের ছেলে চুরি,ডাকাতি মারামারিসহ নয়টি মামলার পরোয়ানা ভুক্ত আসামি আশরাফুল ইসলামকে(৩২)আট থেকে ১০জন দৃর্বৃত্ত সাঁথিয়া পৌর এলাকার ডিজিটাল(টেলিফোন)এক্সচেঞ্জ কার্যালয়ের দেওয়াল দিয়ে ঘেরা অংশে ধরে নিয়ে আসে। সেখানে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর কব্জি থেকে দুটি হাতই কেটে বিচ্ছিন্ন করে ফেলে। তাঁর আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী আশরাফুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভূক্তভোগি ওই যুবক চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাইদুর রহমান বলেন,আশরাফুল ইসলাম নামে এক যুবকের দুই হাতের কবজি বিচ্ছন্নর ঘটনায় থানায় মামলা হয়েছে। ভূক্তভোগি ওই যুবকের একটি হাতের কবজি উদ্ধার হয়েছে এবং আরেকটি হাতের কবজি উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে জোড় প্রচেষ্টা অব্যাহত আছে।