ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মাদক ও পণ্যসামগ্রী আটক হয়েছে।
বিজিবি জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী ৪৯ বিজিবির বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী ও চৌগাছার আন্দুলিয়া ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল ও বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী আটক করেছে। যেগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। যার সিজার মূল্য ১০ লক্ষ ৭২ হাজার ৬৫৯/- টাকা।
যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটোন্যান্ট কর্নেল সাইফুলাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিদেশী মদ, রতীয় ফেন্সিডিল, শাড়ী, কম্বল, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস, ফোসকা, জিরা, চিনি, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী
আটক করে।
তিনি আরও জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.