সবুজ হোসেন:
নওগাঁ জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী শালুকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টি-পাতেই মাঠে জমে যায় পানি, সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। ফলে পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে প্রতিনিয়ত।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিলন বলেন, মাঠে কোনো ধরনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুম তো বটেই, এমনকি সামান্য বৃষ্টিতেও পানি জমে থাকে বহুদিন। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাফেরা ও খেলাধুলায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসী জানিয়েছেন, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য খেলার মাঠ সংলগ্ন একটি সঠিক পরিকল্পনায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ অতীব জরুরি এবং মাঠ সংস্কার বা মাটি ভরাট করে উঁচু করা প্রয়োজন। এর মাধ্যমে মাঠের জমে থাকা পানি সহজে বের হয়ে যেতে পারবে, এবং শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যেতে পারবে।
"শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মানসিক বিকাশে একটি খেলার মাঠ যেমন প্রয়োজন, তেমনি সেই মাঠের পরিবেশ বজায় রাখাও গুরুত্বপূর্ণ। শালুকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাই আশায় আছেন, অচিরেই তারা ফিরে পাবেন একটি জলমুক্ত খেলার মাঠ।" এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, দ্রুত মাঠ সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.