ইয়ানূর রহমান : বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহম্মেদ (৪২) আটক হয়েছে। তার পাসপোর্ট নম্বর-এও, ৩৫৬৬৫৩৯। সোমবার (১৯ মে) বেলা ১১টার সময় তিনি বেনাপোল চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় পাসপোর্ট এন্ট্রিতে স্টপ লিস্ট থাকায় তাকে আটক করেন
ইমিগ্রেশন পুলিশ। আটককৃত জামিল আহম্মেদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার জয়নাল আবেদীনের ছেলে।
এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আহম্মেদ। তিনি জানান, আটককৃত জামিল আহম্মেদ মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বেলা ১১টার সময় বেনাপোল ইমিগ্রেশন
ভবনে প্রবেশ করে। পরে, বহির্গমন সিল মারার জন্য তিনি ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তার সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার নামে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক পদার্থ ও মারামারি সংক্রান্ত মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল
পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আটককৃত জামিল আহম্মেদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে গোবিন্দগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হবে। #
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.