প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
নাচোলের সমাসপুর দাখিল মাদরাসায় ঝড়ে উড়ে যাওয়া ঘরেই চলছে পাঠদান

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাসপুর দাখিল মাদরাসার ৮টি কক্ষের টিন ঝড়ে উড়ে যাওয়ার ফলে শ্রেণীকক্ষে বৃষ্টির মধ্যে পাঠদান চলছে। উল্লেখ্য বৈশাখের শেষে (৩রা জৈষ্ঠ) শনিবার রাতে প্রচন্ড ঝড়-বৃষ্টি হয়। এতে উপজেলার মাঠের ফসল ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ওই রাতে উপজেলার সমাসপুর দাখিল মাদরাসার ৭ টি, নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের এবং সাহানাপাড়া, ও সমাসপুর এলাকায় গাছপালা, মাঠের ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সমাসপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা খায়রুল ইসলাম ও সহকারী শিক্ষক মাওলানা লুৎফর রহমান জানান, গত ১৬ মে দিবাগত রাতের ঝড়ে মাদরাসার উত্তর দিকের ৩টি শ্রেণীকক্ষের ও পশ্চিম দিকের মাটির দেওয়ালের ৪টি কক্ষের টিন উড়ে গেছে। ফলে ওই ৭টি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান সম্ভব হচ্ছেনা। পাশের ৪টি কক্ষে কোনরকমে পাঠদান চলছে। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। পার্শ্ববর্তি দুলাহার গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে আনোয়ার হোসেনের দালান ঘরের টিনের চালা সম্পূর্ণ উড়ে গেছে, মৃত একরাম খলিফার ছেলে খাইরুল ইসলামের মাটির ঘরের টিনের চালাটি ঝড়ের তান্ডবে উড়ে ও দুমড়েমুচড়ে নষ্ট হয়ে গেছে। একই অবস্থায় মাটির ঘরের টিন উড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপণ করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘর হারা জনসাধারণ দ্রুত পূনর্বাসের আশায় অপেক্ষা করছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.