ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের অধীন ৯নং ওয়ার্ড কৃষকদল নেতা মামুনুর রশীদের মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মৃতের স্ত্রী ও সন্তান। সম্প্রতি এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও কৃষকদলের কয়েকজন নেতৃবৃন্দের নাম জড়িয়ে কয়েকটি পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি জানতে পেরে এবং এই মৃত্যুর ঘটনা নিছক একটি আত্নহত্যা ছাড়া অন্য কিছুই নয়, এমন দাবী করে ভাতকুন্ডু গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আত্নহননকারী মামুনুর রশীদ এর স্ত্রী খাদিজা খাতুন ও ছেলে আবু তাহের সংবাদ সম্মেলন করেছেন। ২০ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় ধামইরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে ছেলে আবু তাহের আরও বলেন ‘তার বাবা মামুনুর রশিদের মৃত্যুকে কেন্দ্র করে একটি কু-চক্রী মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই অসত্য নিউজ প্রকাশিত হয়েছে এবং রাজনৈতিক কিছু ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে কথিত চিরকুটে, যা আমাদের জানা ছিল না এবং আমার বাবা কোন চিরকুট লেখেননি, কোন টাকাও কারও কাছ থেকে পাবেন এমন তথ্য আমাদের কখনো বাবা বলে যাননি। ’
মৃতের স্ত্রী খাতিজা খাতুন বলেন, ‘আমার স্বামী বিষ খেয়ে মারা গেছেন, এটিই সত্য, এখানে কাউকে জড়িয়ে গুজব ছড়ানো ঠিক না, আর আমি কোন সাংবাদিকের সাথে কথা বলিনি ও স্বামীর মৃত্যুর বিষয়ে কাউকে দায়ী করে কোন কথাই বলিনি।’
সম্মেলনে মৃত মামুনুর রশীদের স্ত্রী-সন্তান ছাড়াও মৃতের বোন জামাতা মোজাফফর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক শামীম রেজা, সহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, রুবেল হোসেন রতন প্রমুখ উপস্থিত র্ছিলেন।
উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারী রাতে একটি ফসলের খেতে বিষ পান করে করে আপন ছেলকে জানায় ওয়ার্ড কৃষকদল নেতা মামুনুর রশীদ। খবর পেয়ে ছেলে ও আত্নীয় স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে ধামইরহাট হাসপাতাল ও পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এবং সর্বশেষ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুহলে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।