প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে (শুক্রবার ) সকাল ১১ ঘটিকায় ধরলা ব্রীজ সংলগ্ন সিএন্ডবি ঘাটের পাশে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
চর কুড়িগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিএন্ডবি ঘাট জামে মসজিদ এর ইমাম আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রুট হেলথ কেয়ার এর জেলা সেলস ম্যানেজার পারুল হক, ব্যবসায়ী লাভলু মিয়া, মন্জুরি বেগম, আয়শা বেগম প্রমুখ।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র ও সাগর ইসলাম। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.