প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
নিখোঁজের ১৯ ঘণ্টা পর দেড় কিলোমিটার দূরে নদীতে মিললো শিশু রিমির মরদেহ

নাটোর প্রতিনিধি নানা বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে বারনই নদীর স্রোতে হারিয়ে যাওয়া ৮ বছরের শিশু রিমির মরদেহ ভেসে উঠলো দেড় কিলোমিটার দূরে ভূষনগাছায়।
আজ শুক্রবার সকাল দশটার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখলে দ্রুতই সে খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। নদী পাড়ে শত শত মানুষ ভিড় করে শিশুটির মরদেহ দেখতে। পাশের গ্রাম থেকে রিমির নানা বাড়ির লোকজন সহ সজনরা ছুটে আসলে নদী তীরে এক হৃদয়বিদারক দৃশ্যের তৈরি হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে বারনই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিমি। সে নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের সেন্টার এলাকার আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম এর নাতনী ও একই উপজেলার বাসুদেবপুর এলাকার কাঠমিস্ত্রি রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে নামে মোছাঃ রিমি খাতুন। নদীর অত্যাধিক স্রোতে মুহূর্তেই হারিয়ে যায় সে।
পরে স্থানীয়রা ও খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস অভিযান চলমান। সন্ধ্যা পর্যন্ত তারাও না পেলে পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে খোঁজ না পেয়ে অভিযান শেষ করে।
আজ শুক্রবার সকালে আবার অভিযান চালালেও তারা মরদেহ উদ্ধার করতে পারেনি। তবে ঘটনাস্থলের দেড় কিলোমিটার ভাটিতে ভূষণগাছা গ্রামে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.