সামিউল ইসলাম সনি সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে প্রত্যন্ত চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। “চরের মানুষ ঐক্য কর, নিজের অধিকার প্রতিষ্ঠা কর, চরের মানুষ জেগে ওঠো, নিজের সমস্যা তুলে ধরো” শ্লোগান তুলে তারা সারিয়াকান্দি উপজেলার চর অঞ্চলে মাদক, চুরি, জমিজমা সংক্রান্ত জটিলতা নিয়ে প্রতিনিয়ত সংঘর্ষ এবং আইন শৃঙ্খলার অবনতি নিরসনের জন্য মানববন্ধন করেন।
মঙ্গলবার সকালে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের চর শোনপচা বাজারে ইউপি সদস্য ওসমান আলী আকন্দের সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আয়েন উদ্দিন, পল্লী চিকিৎসক মোহম্মদ আলী, এরশাদ আলী, ইউনিয়ন যুবদল নেতা নাদিম মাহমুদ আবুল, শাহ আলম তালুকদার, রাশেদ বাবু, আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ইসমাইল হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের নেতা আব্দুর রহমান, ইউনিয়ন ইসলামি কাফেলার সহ সেক্রেটারি গোলাম মোস্তফা, সোনাহার ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের নেতা মুকুল সরকার প্রমুখ।
চরাঞ্চলের নানাবিধ সমস্যা সমাধান ও প্রতিকার চেয়ে অনতিবিলম্বে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান বক্তারা।