প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে বুধবার সকাল ১১টার দিকে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত রাব্বি মিয়া সাটিয়া গ্রামের আব্দুর বারেকের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি মিয়া সকালে সোমেশ্বরী নদীর চরে তাদের গরু চরাতে নিয়ে যায়। সকাল ১১টার দিকে বৃষ্টিপাত শুরু হলে সে নদীর চর থেকে গরু আনতে গেলে হঠাৎ
বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে রাব্বিকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপার নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবাকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.