গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাছ বোঝাই ভটভটি উল্টে অমল দাস (৪০) নামের এক ব্যবসায়ীর নিহত হয়েছে।
১৩ মে মঙ্গলবার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার গাইবান্ধা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমল চন্দ্র গোবিন্দগঞ্জ পৌর এলাকার ববনপুর এলাকার হেমন্ত দাসের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছিলেন।
পারিবারিক সুত্রে জানা গেছে পাশর্^বর্তী সাতাইল বাতাইল এলার একটি পুকুর থেকে মাছ কিনে ভটভটিতে করে গোলাপবাগ হাটে ফিরছিলেন। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা মোড়ে পৌঁছালে হঠৎ করে স্যালো ইঞ্জিন চালিত ভটভটিটি উল্টে যায়। এতে ভটভটির গরম পানিতে তার শরীরের বিভিন্ন অঙ্গ ঝলছে যায়। খবর পেয়ে তার স্বজন ও আশেপাশের লোকজন এসে অমলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অমল মারা যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ এখন বগুড়া থেকে আসেনি। এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.