গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দির্ঘদিন ধরে আইনের প্রতি তোয়াক্কা না করে এক শ্রেণীর ব্যক্তিরা নদী,ডোবা,খাল,পুকুর থেকে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। পুকুর খনন বা সংস্কারের কথা বলা হলেও তারা মূলত মাটি বিক্রি করে থাকে। এমনি ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ইতিহাস ঐতিহ্যের বর্ধনকুটি রাজবাড়ীর সরোবর পুকুর। এক সময় পুকুরটি চারপাশে বড় উচু টিলারমত পাড় থকলেও অভিযোগ আছে এসব টিলার মাটি কেটে বিক্রি করা হয়েছে। জনশ্রæতি আছে য়ে উপমহাদেশ বিভক্তির সময়কালে বর্ধনকুঠির সর্বশেষ রাজা শ্রী শৈলেশ চন্দ্র ভারতে পালিয়ে যায়। এরপর নানা অপকৌশলে এইসব সম্পত্তির মালিক হন মরহুম নূরুর রহমান ময়না ওরফে ময়না কাজী। এক সময় মরহুম নূরুর রহমান ময়নার সাথে এই সম্পত্তি নিয়ে স্থানীয় ছবেদ উদ্দিনের সঙ্গে মামলা,দখল পাণ্টা দখলসহ নানা ঘটনা ঘটে। বর্তমানে এসব সম্পত্তির বেশিরভাগ ময়না কাজীর ছেলে মেয়ে এবং ওয়ারিশরা দখলে রয়েছে। বর্ধনকুটি রাজবাড়ীর ইতিহাস ঐতিহ্যের সরোবর পুকুরটি থেকে বিভিন্ন সময় মাটি কেটে বিক্রি করায় এর অনেক পরিবর্তন ঘটেছে। সম্প্রতি এই সোরবর পুকুর সংস্কারের নামে পুকুরের মাটি কেটে ইটের ভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। পুকুটির তলা ভেকু মেশিনের মাধ্যমে খনন করায় গর্তে সৃষ্টি হয়। ওই পুকুরে গোসল করতে নেমে খনন করা একটি পুকুরের গর্তের পানিতে ডুবে শাওন শেখ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বর্ধনকুটি রাজবাড়ীর সরোবর এলাকার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন শেখ গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাগুরা (সোনারপাড়া) গ্রামের সৌদি প্রবাসী সাদেকুল ইসলাম শেখের পুত্র। শাওন বর্ধনকুটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, নিহত শাওন তার আপন ছোট ভাই ও চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে খনন করা পুকুরের পানিতে গোসল করতে নামে। পুকুরটি খনন কাজ চলায় বড় গর্তের সৃষ্টি হয়। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে শাওন গর্তের পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা চালায় তার সঙ্গে থাকা দুই ভাই। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনসহ পরিবারকে জানায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন দ্রæত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তবে স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, বর্ধনকুটি এলাকার প্রভাবশালী মরহুম ময়না কাজীর ছেলে ও ওয়ারিশরা কয়েক মাস ধরে তারা পুকুরটি সংস্কারের নামে মাটি কেটে অবাধে বিক্রি করছেন। এতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে তাতে পানি জমে। সেই গর্তের পানিতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয় শাওনের। এরআগে, পুকুরের মাটি কেটে বিক্রি বন্ধে পুলিশ-প্রশাসনকে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় হারুন মিয়া জানান সোরবর পুকুরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে এলাকার রাস্তা ও প্রকৃতি পরিবেশ ধ্বংস হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে মুঠো ফোনে অভিযোগ করলেও অদৃস্য করনে কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি স্থানীয়দের কাছে জেনেছি। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.