মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক বিবাদ মিমাংসার করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা কাঁচির আঘাতে আহত হয়েছে। ১১-০৫২৫ ইং রোববার বিকেল সাড়ে পাঁচটায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ডা. কাজী ইসমাইল হোসেন।
আহত পুলিশ কর্মকর্তা আলমগীর কবির (২৯) পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) পদে কর্মরত আছেন বলে জানাগেছে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট কাজী ইসমাইল হোসেন বলেন, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবির কাঁচিকাঘাত অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, রবিবার বিকেলে পুলিশ জরুরি পরিসেবা ৯৯৯ নম্বর কল পেয়ে পারিবারিক বিবাদ মিমাংসার জন্য এসআই আলমগীর কবির পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নের আরজি পাটাবুকা নামক গ্রামে যায়। সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ রাফি নামের এক সন্ত্রাসী সে উত্তেজিত হয়ে এসআই আলমগীর কে কাঁচি দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়।প্রত্যক্ষদশিরা জানায় রাফি সব সময় অস্ত্র নিয়ে চলাফেরা করে এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলে জানান এলাকাবাসী। পরবর্তীতে এস আই আলমগীরকর হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে এবং পায়ে আঘাত পায়। বর্তমানে সে সুস্থ আছে বলেও জানান তিনি।
এবিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনা শোনার পর হাসপাতালে তাকে দেখতে যান এবং এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.