প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
নাটোরে আম আহরণ ১৫ মে থেকে

নাটোর প্রতিনিধি : এ মাসের ১৫ তারিখ থেকে আম সংগ্রহের মধ্য দিয়ে নিরাপদ আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম ও লিচু আহরণ ও সংরক্ষণ এবং বাজারজাতকরণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
চলতি মৌসুমে 15 মে থেকে গুটি আম, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রানী পছন্দ ও খিরসা পাত, ২ জুন থেকে লক্ষণ ভোগ, ১২ জুন থেকে ল্যাংড়া, ২৫ জুন থেকে মোহনভোগ ফজলী ও হাড়িভাঙ্গা, ১৫ জুন থেকে আমরুপালী, মল্লিকা ০৫ জুলাই, বারি (আম-৪) ১০ জুলাই, আশ্বিনা ২০ জুলাই, গৌরমতি ১০ আগষ্ট ও লিচু মোজাফ্ফর ২৫ মে আহরণ শুরু হবে ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভায় জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, চাষী ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ের আগে কেউ আম বালিচু সংরক্ষণ আহরণ বা বাজারজাতকরণ করলে তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন জেলা প্রশাসন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল্লাহ খান অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত ও প্রতিটি উপজেলার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.