জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : সেনবাগের মহিদীপুর গ্রামের জায়গা জমিন নিয়ে বিরোধের জের ধরে চাচা আবুল কাশেম প্রকাশ মিলন কর্তৃক ভাতিজা জাফর ইসলামকে (২৭)কে জবাই করে হত্যার চেষ্ঠার ঘটনা ঘটেছে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে জাফর ইসলামের মা মা মনোয়ারা বেগম(৭০) ও বড় ভাই সাগর (৩২) আহত হয়েছে। এ ঘটনায় বিখুব্দ এলাকাবাসী চাচা মিলনের বসতঘরের দরজা ও জানালার কাঁচ ভাংচুর করে এবং বসতঘরে থাকা কয়েকটি লেপ ও তোষক ঘরের বাহিরে বের করে এনে আগুন ধরিয়ে দেয়। ওই হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯টা দিকে উপজেলার ৬নং কাবিলপু ইউপির ৫নং ওয়ার্ড মহিদীপুর আতর আলী বলির বাড়িতে। এ সময় হামলা ও ভাংচুরের খবর পেয়ে থানা পুলিশ ,সেনবাগ সেনাক্যাম্পের সেনা সদস্যদের একটি দল ও নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং ঘটনার সঙ্গে জড়ির ৪জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃরা হচ্ছে ঃ ওই বাড়ির আরব আলীর ছেলে আবুল কাশেম প্রকাশ মিলন (৫০),তার স্ত্রী ফারভিন আক্তার (৫৫),ছেলে আবদুল্লাহ আল মামুন (৩০) ও ছেলে শাহাদাত হোসেন (২০)।
পুলিশ ও আহত জাফল ইসলামের মা মনোয়ারা বেগম জানান,তাদের বাড়ির জয়গা জমিন নিয়ে দীর্ঘদিন থেকে ভাসুরের ছেলে আবুল কাশেম প্রকাশ মিলনের সঙ্গে বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে তার ছেলে জাফর ইসলাম তাদের বসতঘরের সামনে প্রসাব করার সময় অর্তকিতে মিলন, তার স্ত্রী ও দুই ছেলে মিলে আফর ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে তাকে টেনে হিছড়ে মিলনের বসতঘরের সামনে এনে একটি আম গাছের সঙ্গে ভেঁধে পেলে ও মারধর করে এক পর্যায়ে গলায় ধারোলো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্ঠা চালায়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে জাফর ইসলামকে উদ্ধার করে প্রথমে সেনবাগ ৫০শর্য্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করান সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করান।
এব্যাপারে যোগাযোগ করলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়ির ৪জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়স্ত্রণে রয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.