প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
ক্যাবল সংকটে বন্ধ দুই সেতুর নির্মাণ কাজ হতাশ এলাকাবাসী

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে দীর্ঘদিন যাবত এলজিইডির দুটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। সেতুর গার্ডার নির্মাণের জন্য প্রয়োজনীয় স্টার্ড ওয়ারের বা ক্যাবল আমদানি বন্ধ থাকায় সেতুর নির্মাণ কাজ নিয়ে দেখা দিয়েছে। এর ফলে নির্মাণকাজে যেমন দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে তেমনি স্থানীয় বাসিন্দারাও সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির 'পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ' (সিআইবিআরআর) শীর্ষক প্রকল্পের মাধ্যমে পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলায় ৪৬২ মিটার দৈর্ঘ্যের দুটি পিসি গার্ডার ব্রিজ নির্মাণ শুরু হয় ২০২০ সালে। এক দফা মেয়াদ বৃদ্ধি করার পর এ বছর ৩০ জুন সেতু দুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ব্রিজের নির্মাণ কাজ অনেকটাই থমকে আছে।
এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, গার্ডার নির্মাণের জন্য ব্যবহার করা ১২.৭মিলিমিটার স্টার্ড ওয়ারের আমদানি বন্ধ থাকায় সংকট তৈরি হয়েছে। চীন থেকে আমদানি করা এই ক্যাবল না আশা পর্যন্ত কাজ করা সম্ভব হবে না। এর ফলে সেতুর গার্ডার নির্মাণের জন্য সাটারিং করা হলেও ক্যাবল সংকটে ঢালাইয়ের কাজ বন্ধ আছে। এদিকে গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণাধীন এই সেতুর কাজ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারাও হতাশা প্রকাশ করেছেন। নির্ধারিত সময় সেতুর কাজ শেষ করার দাবি জানান তারা।
দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের বাসিন্দা সাঈদুল ইসলাম বলেন, এই সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। এ পারের মানুষকে ওপারে যেতে নৌকায় পার হতে হয়। স্কুল-কলেজে যাওয়ার সময় ছেলে-মেয়েরাও ঝুঁকির মধ্যে থাকে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের এ বিষয়ে নজর দেওয়া উচিত।
এবিষয়ে পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর জানান, এই প্রকল্পের আওতায় সারাদেশেই সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যার বিষয়ে প্রধান কার্যালয়ের প্রকল্প পরিচালককে অবহিত করা হয়েছে। সেতুর গার্ডার নির্মাণের জন্য এই ক্যাবলগুলো চীন থেকে আমদানি করা হয়ে থাকে। যে মাপের ক্যাবল ধরা আছে তা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না। ফলে এ বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সেটা হয়ত সম্ভব হবে না। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা লাগতে পারে। সেতু দুটির নির্মাণ হলে জেলা শহরের সঙ্গে গলাচিপা ও দশমিনা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হবে, যা স্থানীয় অর্থনীতি ও জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.