আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিরলে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস বা ধাত্রী দিবস পালিত হয়েছে। মিডওয়াইফ প্রতিটি সংকট মোকাবিলায় অপরিহার্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (০৫ মে) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। প্রসূতি মা ও নবজাতকের জীবন বাঁচানোর কাজে নিয়োজিত মিডওয়াইফদের ভূমিকা তুলে ধরতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়ে থাকে।
দিবসটি পালন উপলক্ষে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ’গণ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন গাইনি কনসালটেন্ট ডা. আহমদ শরীফ রুশো। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন মিডওয়াইফ আশরাফুন আজমি আশা।
আলোচনায় বক্তারা বলেন, মাতৃ ও শিশুমৃত্যু রোধে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মিডওয়াইফ গর্ভাবস্থা থেকে শুরু করে প্রসব পরবর্তী সময়ে মা ও নবজাতকের যতœ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.