প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
নাটোরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্ম বিরতি

নাটোর প্রতিনিধি : পৃথক সচিবালয় গঠন ও বিচারবিভাগীয় কর্মচারীর স্বীকৃতি পদোন্নতি সহ দুই দফা দাবিতে নাটোরে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা।
সকাল সাড়ে ৯ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত জেলা জজ কোর্টের সামনে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন করে নাটোর জেলা বিচার বিভাগীয় কর্মচারী বৃন্দ।
এ সময় তারা দুই দফা দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান প্রদান করেন। এতে বক্তব্য রাখেন নাজমুল হোসেন, হিলফুল ফুজুল ও সোহেল রানা।
পরে কর্মচারীদের এই দাবির সাথে একাত্মতা জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা।
এ দাবি না মানা হলে ভবিষ্যতে লাগা তার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন কর্মচারীরা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.