গাইবান্ধা প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রম্প্রসাণ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রæয়ারী মঙ্গলবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) রোস্তম আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ণ ও পৌর সভার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়।