প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
নাটোরে ওয়ালটন শোরুমে আগুন

নাটোর প্রতিনিধি : নাটোরে ওয়ালটনের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৬ মে) ভোর ৬ টার দিকে শহরের কানাইখালীতে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বদ্ধ ঘর হওয়ার কারণে ভেতর প্রচুর ধোঁয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওয়ালটন কানাইখালী শাখার ম্যানেজার দেওয়ান শাহ আলম বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়দের সহায়তায় অনেক মালামাল দ্রুত বাহিরে নিয়ে আসা হয়েছে। তা না হলে আরও অনেক ক্ষতি হতো।
এদিকে অগ্নিকাণ্ডে খবরে নাটোর সদর থানা পুলিশ ও নাটোর ক্যাম্পের সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.