সবুজ হোসেন, নওগাঁ:
বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেট ভুক্ত এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও যোষ্টতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার ব্যানারে জেলা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক অঙ্গনের কর্মচারীরা।
সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী জেলা জজ আদালতের সামনে এই কর্মবিরতি পালন করেন।
এ সময় উপরে উল্লেখিত দাবি নিয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি হাফিজুল হাসান শুভ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব।
এ সময় উপস্থিত বক্তারা উপরোল্লিখিত দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.